ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

উভয় দেশের মাঠপর্যায়ের কর্মকর্তরা একসঙ্গে কাজ করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
উভয় দেশের মাঠপর্যায়ের কর্মকর্তরা একসঙ্গে কাজ করবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। সম্মেলনে উভয় দেশের মাঠপর্যায়ের কর্মকর্তারা বেশ কিছু বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন।



আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি করার ক্ষেত্রে বাধাগুলো দূর করার ব্যাপারেও একমত হন দু’দেশের কর্মকর্তারা।    

রোববার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ম্যাজিস্ট্রেট (ডিসি) শ্রীমতি মনমিতা নন্দা ও বাংলাদেশের পক্ষে নেতৃত্বদানকারী যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর এসব কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ম্যাজিস্ট্রেট (ডিসি) শ্রীমতি মনমিতা নন্দা বলেন, সম্মেলনে যৌথ সীমানা জরিপের প্রস্তাব গৃহীত হয়েছে। ফলে উভয় দেশের কর্মকর্তারা যৌথ নদী কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে জরিপ সম্পান্ন করার তাগিদ দেবে। একইসঙ্গে সীমান্তের হারানো পিলারের ব্যাপারেও তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে। তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণের স্বার্থে ভারতের উত্তর ২৪ পরগনা সীমান্তের এপারে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে তথ্য আদান-প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধু প্রতিম সম্পর্ক রয়েছে। এ ধরনের সম্মেলনের মাধ্যমে উভয় দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদূঢ় হবে।

তিনি জানান, সীমান্তে চোরাচালান, মাদক এবং মানবপাচার বন্ধে উভয় দেশের কর্মকর্তারা যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে, রোববার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

যশোরের জেলা প্রশাসক ড. মো হুমায়ুন কবীরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ম্যাজিস্ট্রেট (ডিসি) শ্রীমতি মনমিতা নন্দা, পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী, যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান, যশোর জেলা সার্ভেয়ার পারভেজ মিয়া, যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) আরমান হোসেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ

** যশোরে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।