ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গুইমারা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
গুইমারা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির নতুন উপজেলা হিসেবে গুইমারা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এটি জেলার নবম উপজেলা।



সোমবার (৩০ নভেম্বর) দুপুরে গুইমারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, গুইমারা উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএস মশিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

গত বছরের ২ জুন প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারাকে উপজেলা হিসেবে অনুমোদন দেন।

গুইমারা উপজেলার আয়তন ১১৫ বর্গ কিলোমিটার। এ উপজেলার জনসংখ্যা ৪৪ হাজার ২০২ জন। গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।