ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কলকাতার উদ্দেশ্যে যাত্রা

পাটুরিয়ায় ব্রেকফাস্ট, যশোরে লাঞ্চ

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
পাটুরিয়ায় ব্রেকফাস্ট, যশোরে লাঞ্চ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে ফ্লাগ অফ হয়ে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি।

যাত্রাপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে র‌্যালি এখন বেনাপোল হয়ে কলকাতার পথে।

এরমধ্যে র‌্যালিটি পাটুরিয়া ফেরিঘাটে ব্রেকফাস্ট ও যশোরে গিয়ে লাঞ্চ সারবে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর মোটর র‌্যালি সকাল ১০টা ৪২ মিনিটের দিকে সাভার ছেড়ে যায়।

সকাল ৮টা ৫৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে র‌্যালিটি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের র‌্যালিতে অংশ নেওয়া গাড়িগুলোর ফ্ল্যাগ অফ করেন। এরপর একসঙ্গে যাত্রা করে ২০টি গাড়ি। বহরে থাকা বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন বিষয়টি জানান।

এর আগে, সকাল পৌনে ৮টার পর রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে রওয়ানা সংসদ ভবনের উদ্দেশে রওয়ানা হয় র‌্যালিটি। পথে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ফের সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করে এটি। সোয়া ৮টার দিকে সংসদ ভবনের সম্মুখে পৌঁছে র‌্যালি।

এখানে বিভিন্ন ধরনের ব্যানার প্রদর্শন ও ফটোসেশনের পর বক্তৃতা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ।

ওবায়দুল কাদের বলেন, আমাদের সীমান্ত দেওয়ালও ভেঙে দিতে হবে। সংশয়, অবিশ্বাস ভাঙতে হবে। ইউরোপ যদি সীমান্তের সব বাধা অতিক্রম করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারে, আমরা কেন পারবো ‍না। আমাদের মধ্যে তো সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে।

সেতুমন্ত্রী বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, ভারতও আমাদের মুক্তিযুদ্ধের অংশীদার। মহান একাত্তরে কয়েক হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছেন। ভারত আমাদের কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

তিনি এসময় ভুটান ও নেপালের প্রতি কৃতজ্ঞতার কথাও প্রকাশ করেন। সেতুমন্ত্রী বলেন, ভুটান আমাদের স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। নেপাল স্বাধীনতা লগ্ন থেকে আমাদের বন্ধুপ্রতিম দেশ হিসেবে রয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের সামনে অনেক সমস্যা রয়েছে। এসবের সমাধানও রয়েছে। চার দেশের মধ্যে সড়ক যোগাযোগ পুরোপুরি চালু করতে গেলে অবকাঠামোগত যে সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। আমাদের সড়ক পথটা আমরা ঠিক করতে পারবো। ভারতও ঠিক করবে ‍তাদের পথ। এভাবে সবাই সবার রাস্তা ঠিক করলে সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, গাড়ি চলাচল চালু করতে হলে সংসদে আইন পাস হতে হবে। বাংলাদেশ সংসদে অধিবেশন হবে জানুয়ারিতে। এ অধিবেশনে আমাদের আইন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে সব দেশে আইন পাস হয়ে গেলে সড়ক যোগাযোগ চালু হয়ে যাবে।

পঙ্কজ শরণ বলেন, এ যুগে অর্থনৈতিক উন্নয়নের জন্য রিজিওনাল কানেক্টিভিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ অর্জনে আমরা সব বাধা অতিক্রম করবো।

তাদের বক্তৃতার পর ৮টা ৫৫ মিনিটে সেতুমন্ত্রীর ফ্ল্যাগ অফের মাধ্যমে যাত্রা করি মৈত্রী র‌্যালি। যাত্রার ১৮তম দিনে এটি সাভার, আরিচা, যশোর, বেনাপোল হয়ে কলকাতায় প্রবেশ করবে।

এ পথে র‌্যালিকে পাড়ি দিতে হবে ৩২৯ কিলোমিটার দীর্ঘপথ। এরপর কলকাতায় ০২ ডিসেম্বর সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত ২৯ নভেম্বর বিকেলে ৠালিটি ঢাকায় পৌঁছে। পরদিন ৩০ নভেম্বর একটি সেমিনারে যোগ দেন র‌্যালিতে অংশ নেওয়া কর্মকর্তারা।

গত ০৪ নভেম্বর (শনিবার) ভারতের ওড়িশা প্রদেশে থেকে র‌্যালির যাত্রা শুরু হয়। প্রায় চার হাজার ২শ ২৩ কিলোমিটার পথ পরিভ্রমণ শেষে কলকাতায় পৌঁছাবে র‌্যালিটি। চার  দেশের সরকারের সহযোগিতায় র‌্যালির মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস।

ভারত ছাড়া বাংলাদেশ, ভুটান ও নেপালের ১৪ জন প্রতিনিধি রয়েছেন এ র‌্যালিতে। প্রতিনিধি দলে রয়েছেন সবচেয়ে প্রবীণ সদস্য ওড়িশার এমএলএ ও কলিঙ্গ মটরস’র কর্ণধার প্রবীণ চন্দ্র ভাঁজ দেও।

এছাড়া বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ছয় সদস্যের দলে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় ও বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫/আপডেট ১১০৮ ঘণ্টা
আরএম/এমএন/এইচএ/এসএস

** শিউরে উঠি
** বিবিআইএন গাড়িবহর এখন মানিকগঞ্জে
** স্মৃতিসৌধে মৈত্রী মোটর র‌্যালির ফুল দিয়ে শ্রদ্ধা
** সাভার স্মৃতিসৌধে যাচ্ছে মৈত্রী মোটর র‌্যালি
** সংসদ ভবনে মৈত্রী মোটর র‌্যালি
** প্রতিকূলতায় কাজ করার সুযোগটাই বড় অনুপ্রেরণা, বললেন মাজেদুল নয়ন
** বিবিআইএন সেমিনারে বাংলানিউজের প্রশংসা
** ‘বিবিআইএন ভিসা চালুর উদ্যোগ নিতে হবে’
** মৈত্রী মোটর র‌্যালি এখন ঢাকায়
** ফ্ল্যাগ অফ করলেন মেয়র, ‘জয় বাংলা’ স্লোগান সবার কণ্ঠে
** ওই তো বাংলাদেশ...
** ৪৫০০ কিমি পাড়ি দিচ্ছেন ৩ নারী
** দুঃসহ ভ্রমণ শেষে ঐতিহাসিক আগরতলায় র‌্যালি
** ও আমার দেশের মাটি...
** শিলচর হকি দলে এখন ৫৫ নারী
** পথের শেষ কোথায়...
** মেঘালয়ের নারীর পোশাক জাইনসেম
** শামুক-ঝিনুকে গড়া স্বপ্নকথন
** ১৬ ঘণ্টায় শিলচর
** বাংলাদেশকে প্রয়োজন, বললেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী
** চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে
** ব্রহ্মপুত্রের পাড় ধরে এবারে যাত্রা শিলচরে
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।