ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিবিআইএন গাড়িবহর এখন মানিকগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বিবিআইএন গাড়িবহর এখন মানিকগঞ্জে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি মানিকগঞ্জ অতিক্রম করছে।

মানিকগঞ্জ করেসপন্ডেন্ট জানান, মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে মোটর র‌্যালি মানিকগঞ্জ শহরে এসে পৌঁছে।

সেখান থেকে র‌্যালিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়েছে।

পাটুরিয়া ঘাটে ড. গোলাম মওলা নামে একটি রো রো ফেরি র‌্যালির গাড়ি পদ্মা নদী পারের জন্য প্রস্তুত রয়েছে। পাটুরিয়া ঘাটের ৪ নম্বর পল্টুনে ফেরিটি অবস্থান করেছে।

পাটুরিয়া ঘাট বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, র‌্যালির গাড়িগুলো পারের জন্য একটি রো রো ফেরি প্রস্তুত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।