ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্র‌তিবন্ধীদের জীবনমান উন্নয়নে আ‌লোচনা‌ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
প্র‌তিবন্ধীদের জীবনমান উন্নয়নে আ‌লোচনা‌ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধী ব্য‌ক্তিদের জীবনমান উন্নয়নে বি‌ভিন্ন সামা‌জিক নিরাপত্তা কর্মসূ‌চি ও কর্মক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি বিষয়ক আ‌লোচনা সভা চলছে জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউঞ্জে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় এ আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত আছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম।

আরও আছেন- যুব উন্নয়ন প‌রিকল্পনা বিভা‌গের প‌রিচালক আবুল হাসান খান, ম‌হিলা বিষয়ক অ‌ধিদফতরের প্রধান প‌রিচালক নাস‌রিন জাহান, বি‌জিএমইএ’র অ‌তি‌রিক্ত স‌চিব এম জেড হায়দার ও এডি‌ডি ইন্টারন্যাশনাল বাংলা‌দেশ’র কা‌ন্ট্রি ডি‌রেক্টর মো. শ‌ফিকুল ইসলাম।

বাংলা‌দেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডি‌সেম্বর ১, ২০১৫
এআই‌কে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।