ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা বাছন মিয়া

সিলেট: দক্ষিণ আফ্রিকায় বাছন মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাতে দেশটির লেবফোরটি এলাকায় বাছন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন বাসার ভেতরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।



নিহত বাছন মিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে মৃত ওয়াতির আলীর ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘ ৮ বছর আগে তিনি আফ্রিকায় যান।

বাছন মিয়া আফ্রিকার লেবফোরটি শহরে মোদি দোকানি ছিলেন বলে জানিয়েছেন তারই ভাগ্নে সুজেল ইসলাম।
 
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাছন মিয়ার চাচাতো ভাই জয়নাল আবেদীনের বরাত দিয়ে সুজেল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার (০৭ ডিসেম্বর) তিনি দেশে আসার কথা থাকলে ফিরতে হচ্ছে লাশ হয়ে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) মরদেহ দেশে আনা হবে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ৮ ভাই বোনের মধ্যে বাছন সবার ছোট। ২০১২ সালে দেশে ফিরে তিনি বিয়ে করেন। তার দু’বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।