ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আটক ১

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মলুহার গ্রামে এ ঘটনা ঘটে।


 
আটক রিকশাচালক ফারুক হোসেন ওই গ্রামের বাসিন্দা।
 
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, বিকেলে রিকশাচালক ফারুক প্রতিবন্ধী এক কিশোরীকে নিজের খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেস্টা করে।
 
কিশোরীর চিৎকারে স্থানীয় সিরাজ ঘরামী, আসলাম ও অজয় ওই তাকে উদ্ধার করে এবং ফারুককে আটক করে ইউপি সদস্য মো. সিরাজুল  হক খানের কাছে সোপর্দ করে।
 
খবর পেয়ে পুলিশ সদস্যরা ফারুককে আটক করে বলেও জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।