ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

বাছাইয়ের প্রথম দিনে কোনো তথ্য নেই ইসিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বাছাইয়ের প্রথম দিনে কোনো তথ্য নেই ইসিতে

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কোনো তথ্যই নেই নির্বাচন কমিশনে (ইসি)! শনিবার (৫ডিসেম্বর)।
 
দেশের ২৩৫ পৌরসভায় বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেল পাঁচটায় মনোনয়নপত্র দাখিল শেষ হয়।

এতে মোট ১৩ হাজার ৬শ’ ৮৯ টি মনোনয়নপত্র দাখিল হয়। এরমধ্যে মেয়র পদে ১ হাজার ২২৩টি, সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮টি ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭ ৯৮ টি মনোনয়নপত্র জমা পড়েছে।
 
এই মনোনয়নপত্রগুলোই বাছাই শুরু হয় শনিবার (০৫ ডিসেম্বর) সকাল ৯ টায়। বিকেল পাঁচটায় প্রথমদিনের বাছাই কাজ শেষ হয়। কিন্তু এদিন রাত ১১টা পর্যন্ত কোনো তথ্যই দিতে পারেনি ইসি। অথচ অন্য যেকোনো নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন রাতেই সব তথ্য দেওয়া হয়।
 
ইসি কর্মকর্তারা বলছেন, এবার যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। যে কারণে বাছাইয়ের প্রথম দিনে কোনো তথ্য সংগ্রহ করা যায়নি।
 
ইসির উপ-সচিব সামসুল আলম রাত দশটায় কার্যালয় ত্যাগ করার সময় বাংলানিউজকে বলেন, প্রথমদিনের বাছাইয়ের তথ্য মাঠ পর্যায় থেকে
সংগ্রহ করা যায়নি। রোববার (৬ ডিসেম্বর) বাছাইয়ের শেষ দিন রাতে এ বিষয়ে তথ্য দেওয়া যাবে।
 
তবে এ নির্বাচনে কতটি দল মনোনয়নপত্র দাখিল করেছে এবং মেয়র পদে কতজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেটার হিসাবই করা হচ্ছে- জানান তিনি।
 
অথচ এ সংক্রান্ত তথ্যও অন্যান্য নির্বাচনে মনোনয়নপত্রের দাখিলের পরের দিনই পাওয়া গেছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় এ তথ্য মনোনয়নপত্র দাখিলের পরেরদিনই দেওয়া হয়েছিলো।
 
ওই সময় যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তারা চৌকস ছিলেন বলেই পেরেছিলেন- এমন মন্তব্যও করেন নাম প্রকাশে অনিচ্ছুক উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা।

তিনি বলেন, এবার যে উপ-সচিব এর দায়িত্বে রয়েছেন, তার বড় নির্বাচন সম্পন্ন করার অভিজ্ঞতা কম।
 
এদিকে ছুটির দিনেও অফিস খোলা রেখে কাজ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু শুক্রবারের মতো শনিবারও অনেক কর্মকর্তাই অফিস করেননি।

এদিন বিকেলে উপ-সচিব সামসুল আলমকে দেখা গেছে, অনেককেই ফোন করে অফিসে আসতে অনুরোধ করছেন।
 
আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো দেশে কোনো স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে ভোট হবে। তবে দলীয় প্রতীকে নির্বাচন কেবল মেয়র পদে হবে। কাউন্সিলর পদে ভোট হবে আগের মতই নির্দলীয়ভাবে।
 
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।