ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন খালেদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



শেখ হাসিনা বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যাকারী রাজাকার-আলবদরদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন খালেদা জিয়া। আজ তিনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছেন। কোন মুখ নিয়ে তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্ম‍ৃতিসৌধে যান। তার  লজ্জা হওয়া উচিৎ। ’

‘তার সঙ্গে কিছু মুক্তিযোদ্ধাকেও দেখেছি, তারা খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা জান‍াতে গেছেন। তাদেরও লজ্জা থাকলে সেখানে তার (খালেদা) সঙ্গে যেতে পারতেন না। যিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন তার সঙ্গে কীভাবে সেখানে যান মুক্তিযোদ্ধারা। তাদের বিষয়ে মানুষকে আরও সচেতন হওয়া উচিৎ। ’

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। যুদ্ধাপরাধীর বিচারের উদ্যোগ নেয়। কিন্তু বিএনপি সরকার তা বাতিল করে দেয়। খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের মদদ দেন। কিন্তু ২০০৯ সালে সরকার গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করি। ’

‘অনেক সময় দেশি-বিদেশি চাপ, বিশ্বের বড় বড় কেউ কেউটে যারা আছেন তারা টেলিফোন করেছেন এ বিচার বন্ধ করতে; কিন্তু আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করি। তাদের বিচার হবেই,’ বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আইএ/এমএ

** লাখো শহীদের রক্তের সঙ্গে জিয়া বেঈমানি করেছেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।