ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে বিজিপির গুলিতে কাঠুরিয়া নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
নাইক্ষ্যংছড়িতে বিজিপির গুলিতে কাঠুরিয়া নিহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জয়নাল আবেদীন (২৩) নামে এক কাঠুরিয়াকে গুলি করে হত্যা করেছে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আষাঢ়তলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত জয়নাল আবেদীন নাইক্ষ্যংছড়ির আষাঢ়তলী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় কাজের জন্য গেলে বিজিপি সদস্যরা জয়নাল আবেদীনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি।

তবে, বাংলাদেশি কাঠুরিয়া হত্যার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।