ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তোবারক বাংলানিউজকে জানান, সকালে আবদুল হক (৫৫)  নামে এক ব্যক্তি উত্তরা পশ্চিম থানার সাত নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুল হককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আবদুল হকের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়।

অন্যদিকে, একই সময় মিরপুর ১২ নম্বর এমএসটিআই টাওয়ার-২ নির্মাণধীন ভবনের নিচে কাজ করছিলেন সন্তোষ মণ্ডল (৫৫)। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত রুপস‍ (মিশ্রিত ইট, সিমেন্ট উপরে তোলার যন্ত্র) তার মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা তাকে ঢামেকে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরির্দশক (এএসআই) সেন্টু চন্দ দাস বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এজেএস/এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।