ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সহযোদ্ধাকে দেখতে গিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সহযোদ্ধাকে দেখতে গিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসচাপায় নিহত মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লাকে (৬৫) দেখতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন সহযোদ্ধা হাসমত আলী (৬৬)।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি।



তিনি কাঠি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। নিহত দুই মুক্তিযোদ্ধার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে।

গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বদরুদ্দোজা বদর বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা নিহত হন। এ খবর পেয়ে বিকেল ৫টার দিকে সহযোদ্ধা হাসমত আলী তাকে দেখতে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় পৌঁছার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

** গোপালগঞ্জে রাস্তার পাশের দোকানে বাস, মুক্তিযোদ্ধা নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।