ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রূপগঞ্জে পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
 
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।



আটক সন্ত্রাসীরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে কাউসার মিয়া (২৩), আব্দুল হাইয়ের ছেলে তোফায়েল আহাম্মেদ দিপু (২৪) ও আলী আহাম্মেদের ছেলে রবিন মিয়া (২০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, কাউসার মিয়া, তোফায়েল আহাম্মেদ দিপু, রবিন মিয়াসহ তাদের লোকজন হাটিপাড়াসহ আশপাশের এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি, অস্ত্রবাজী ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযুক্ত এসব সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালিয়ে আসছিলো পুলিশ।

একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে থানা পুলিশের একাধিক দল হাটিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ ওই তিন সন্ত্রাসীকে আটক করা হয়। অভিযুক্ত বাকি সন্ত্রাসীদের আটকে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

চারদিন আগে হাটিপাড়া এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে সহিদুল ইসলাম সহিদ নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।