ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে রাজাকার শের খানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ফরিদপুরে রাজাকার শের খানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: একাত্তরের মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুরের সালথার রাজাকার শের আলী খাঁনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় এ বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়।



মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মদ ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফর, আওয়ামী লীগ নেতা মো. বাচ্চু মাতুব্বর, হাদিস মিয়া, মো. ইব্রাহীম মোল্যা, কানাই মোল্যা, ইকরাম প্রমুখ।

এসময় বক্তারা একাত্তরে মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে শের আলী খাঁনকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশ শেষে ওই স্কুল মাঠে শের আলী খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরকেবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।