ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আজমল হকের মা’র ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সাংবাদিক আজমল হকের মা’র ইন্তেকাল ছবি : প্রতীকী

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলালের মা শাহেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৩ ডিসেম্বর) রাত ০১টা ১৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শাহেদা বেগম কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) বাদ আসর পিরোজপুর জেলার তুষখালি ইউনিয়নের ছোটমাছুয়া গ্রামে নিজ বাড়িতে (শরীফ বাড়ি) তার নামাজে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক বিবৃতিতে শাহেদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।