ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে একব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রাজধানীতে একব্যক্তির মরদেহ উদ্ধার ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর পুরানা পল্টন এলাকার একটি বাড়ি থেকে মহিবুল ইসলাম (৩২) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টন এলাকার ৬২/৫ নম্বর বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।



পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাংলানিউজকে জানান, প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গলায় মাফলার জড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

নিহত মহিবুল একজন আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসজেএ/একে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।