ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে তালা আটকিয়ে আগুনের ঘটনায় দগ্ধ শহীদুলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
রাজধানীতে তালা আটকিয়ে আগুনের ঘটনায় দগ্ধ শহীদুলের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় একটি মেসের দরজায় তালা আটকিয়ে ঘরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে শীহদুল ইসলাম শহীদ (২৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর ৪টায় নারিন্দা মোড়ের ‘হা মীম‘ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় একটি মেস বাড়িতে দুর্বৃত্তরা ঘরের দরজা তালা দিয়ে আগুন লাগায়। এ ঘটনায় সুমন (৪০) শাকিব (৩৫) ও শহীদুল নামে তিনজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুমন ওইদিনই মারা যান।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।