ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয়

বগুড়া: মুক্তিযুদ্ধের মাধ্যমে কষ্টার্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বগুড়ার স্থানীয় সাংবাদিকরা।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।



প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম বাবু, আমজাদ হোসেন মিন্টু, কমলেশ মোহন্ত সানু, রেজাউল হাসান রানু, এসএম আইয়ুব, মির্জা সেলিম রেজা, সবুর শাহ লোটাস, মোহন আখন্দ, এফ শাজাহান, সবুর আল মামুন, তোফাজ্জল হোসেন, মামুন-আর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হবে। জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতার বিষয়ে সবাইকে সজাগ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার আহ্বানও জানান তারা।

আলোচনা শুরুর আগে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
 এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।