ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভূরুঙ্গামারীতে সদ্যবিলুপ্ত ছিটমহলবাসীকে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ভূরুঙ্গামারীতে সদ্যবিলুপ্ত ছিটমহলবাসীকে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সদ্যবিলুপ্ত ছিটমহলের দরিদ্র মানুষকে কম্বল দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রত্যন্ত পাথরডুবি ইউনিয়ন পরিষদ চত্বরে‍ এই কম্বল বিতরণ করা হয়।



কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রধান অতিথি থেকে এসব কম্বল বিতরণ করেন।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম, পিআইও রবিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

উপজেলার সদ্যবিলুপ্ত ১০টি ছিটমহলের ২৬৬ জন নারী ও পুরুষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কম্বল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।