ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
যশোরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫২ ছবি: প্রতীকী

যশোর: যশোরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে জামায়াতের তিন নেতাকর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



যশোর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার হওয়ারদের মধ্যে তিনজন জামায়াতের নেতাকর্মী রয়েছে। বাকীরা নাশকতাসহ বিভিন্ন নিয়মিত মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা,ডিসেম্বর ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।