ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সলঙ্গায় ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের চাপায় অপূর্ব (৩৮) নামে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।



নিহত অপূর্ব রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামের মৃত অদিত্য দাসের ছেলে ও ব্র্যাক সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার শাখায় কর্মসূচী সংগঠক পদে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে সাহেবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন অপূর্ব। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।