ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচটি খেলার উন্নয়নে ৪১ কোটি টাকার প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পাঁচটি খেলার উন্নয়নে ৪১ কোটি টাকার প্রকল্প

ঢাকা: ক্রিকেট এবং ফুটবল খেলার জন্য উপযুক্ত মাঠ ও অবকাঠামো থাকলেও অবহেলিত অন্যান্য খেলা। সে কারণে নিবিড় ও বিজ্ঞানভিত্তিক উচ্চ পারফরমেন্স প্রশিক্ষণের মাধ্যমে টেবিল টেনিস, তায়কোয়ান্ডো, কারাতে, উশু এবং ভলিবল খেলার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।



পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, ৪১ কোটি ৭৪ লাখ টাকায় পাঁচটি খেলার অবকাঠামো উন্নত করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সাভারে ২০১৬ সালের জুলাই মাস থেকে জুন ২০১৮ সাল মেয়াদে অবকাঠামো উন্নয়ন করা হবে।

এই বিষয়ে সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের বিষয়ে সম্মতি দেওয়া হয়। এর আওতায় বিকেএসপি বিজ্ঞানভিত্তিক ক্রীড়া প্রশিক্ষণ দিয়ে জাতীয়-আন্তর্জাতিক মানের ক্রীড়া দক্ষতা বাড়াবে।

যেকোনো ঋতুতে জাতীয় দলের জন্য নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও বিকেএসপিতে করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।