ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিলের হাজি ম্যানশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
মতিঝিলের হাজি ম্যানশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মতিঝিলের বলাকা অফিসের পাশে হাজি ম্যানশন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



সোমবার (২১ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিয়ন্ত্রণে মতিঝিল থেকে তিনটি ইউনিট পাঠানো হয়। সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

দশতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে উল্লেখ করে এনায়েত হোসেন বলেন, বলাকা ও হাজি ম্যানশন ভবনের মাঝখানে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫/আপডেট: ১২৪২ ঘণ্টা
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।