ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
গোদাগাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর চাপাল নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রজশাহীর গোয়েন্দা শাখা অঞ্চলের সদস্যরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জের পূর্ববচনদই এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে।

এ বিষয়ে নিশ্চিত করে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী গোয়েন্দা অঞ্চলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান, গোদাগাড়ী-ঢাকা মহাসড়কের চাপাল নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো ব-১১-৩২২৮) পেছনে তল্লাশি চালায়।

এ সময় যাত্রী জাহাঙ্গীরের প্যান্টের পকেট থেকে চার প্যাকেটে মোড়ানো ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।