ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতে জবুথবু পথচারী ও গৃহহীন মানুষ

ফটো: শোয়েব মিথুন, স্টোরি: ফররুখ বাবু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
শীতে জবুথবু পথচারী ও গৃহহীন মানুষ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৌষের ৪ তারিখ চলছে। দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে হাড়কাঁপানো শীত।

সেই শীতের প্রভাব এখন রাজধানীতেও পড়তে শুরু করেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর রেলস্টেশন ঘুরে শীতে কাতর পথচারী ও গৃহহীন মানুষের জবুথবু অবস্থা বাংলানিউজের ক্যামেরায় ধরা পড়েছে।

রাত পৌনে দুইটায় কমলাপুর রেলস্টেশনে যাত্রী ও বাস্তুহীন মানুষের প্রচণ্ড শীত মোকাবেলার দৃশ্য চোখে পড়ে।

ভোর ৫টায় জামালপুরের উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে। সেই ট্রেনের অপেক্ষায় দেড় বছরের অসুস্থ শিশু জীবনকে কোলে নিয়ে বসে আছেন তার বাবা রফিকুল ইসলাম।

ঠাণ্ডায় শিশুটির বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তার বলেছেন, বাড়ি নিয়ে যেতে। তাই বাবা রফিকুল ইসলাম ছেলেকে কোলে নিয়ে রাত দেড়টায় স্টেশনে বসে ট্রেনের অপেক্ষায় প্রহর গুণছেন।

রাত সাড়ে ১২টার দিকে ট্রেনে মা-মেয়ে জামালপুর থেকে কমলাপুর স্টেশনে পৌঁছান। তারা যাবেন নারায়ণগঞ্জে। তাই দিনের আলোর অপেক্ষায় রয়েছেন।
 
তিনদিনের কাজ শেষে বাড়ির যাবার অপেক্ষায় রয়েছেন ১৪ জন শ্রমিক। রাতে থাকার সংকট এবং ভোরে টাঙ্গাইলের ট্রেন। তাই অগত্যা স্টেশনের প্লাটফর্মে ঠাঁই নিয়েছেন তারা।

স্টেশনের পাশের এলাকায় কয়েকজন দিনমজুর মানুষকে‍ আগুন পোহাতে দেখা গেলো। শীতের কুয়াশা থেকে বাঁচতে গৃহহীন মানুষ বরাবরের স্টেশনের ছাদের নিচে আশ্রয় নিয়েছেন।

পৌষ মাস যতো এগিয়ে যাচ্ছে, শীতের প্রকোপও ততোই বাড়ছে। শীত মোকাবেলায় চলছে সাধ্যমতো প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এফবি/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।