ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

হিজড়ার বিরুদ্ধে যুবককে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
হিজড়ার বিরুদ্ধে যুবককে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সানি নামে এক হিজড়ার বিরুদ্ধে আজিম তালুকদার (৩০) নামে এক যুবককে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
 
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার রামরাইল গ্রামের ওই হিজড়ার ভাড়া ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 
 
নিহত আজিম একই উপজেলার সুলতানপুর গ্রামের রইছ তালুকদারের ছেলে। এ ঘটনার পর থেকে সানি পলাতক রয়েছেন।
 
নিহত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, আজিম লক্ষাধিক টাকা নিয়ে শুক্রবার রাতে আখাউড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাতে আর ফিরে আসেননি তিনি। পরে সানি হিজড়া পরিচয় দিয়ে শনিবার সকালে একটি নম্বর থেকে পরিবারের এক সদস্যকে ফোন করে মরদেহ নিয়ে যেতে বলা হয়।
 
পরে আজিমের পরিবারের সদস্যরা রামরাইল গ্রামের ওই বাড়িতে এসে আজিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বলেন, ওই যুবকের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিতে তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। তবে ঘটনার প্রকৃত রহস্য বের করতে তদন্ত করছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।