ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বৌদ্ধবিহার খননকালে মাটি ধসে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বৌদ্ধবিহার খননকালে মাটি ধসে আহত ৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর বৌদ্ধবিহার খননকালে মাটি ধসে বিদেশি গবেষকসহ পাঁচ জন আহত হয়েছেন।  
 
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


 
আহতরা হলেন- বিদেশি গবেষক ইয়াং ও স্থানীয় আল ইসলাম, হৃদয়, আনোয়ার ও অসির আহম্মেদ। তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতাল ও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে শ্রমিকদের সঙ্গে নিয়ে বৌদ্ধ বিহারে খনন কাজ করছিলেন ওই বিদেশি গবেষক। এ সময় মাটি ধসে তাদের উপরে পড়ে।  
 
প্রকল্প গবেষক সুফি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, খনন কাজের সময় মাটি ধসে বিদেশি গবেষকসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।