ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মেকানিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মেকানিক নিহত

গাজীপুর: শ্রীপুরে পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিঅ্যান্ডবি বাজারে ট্রাক চাপায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক মেকানিক নিহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মো. আব্দুল্লাহ আল মামুন (৪৫) সরকারি যানবাহন মেরামত কারখানায় মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। পরিচয়পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিল থাকলেও তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

গাজীপুরের মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)  হুমায়ুন কবির এই প্রতিবেদককে জানান, মামুন পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিএন্ডবি বাজারে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। পথচারীরা উদ্ধার করে তাকে স্থানীয় এ কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান; সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই কবির।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।