ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাটি খুঁড়তে বের হলো মানুষের খুলি-হাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
মাটি খুঁড়তে বের হলো মানুষের খুলি-হাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা ডিগ্রি কলেজের পুননির্মাণ কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে একই জায়াগা থেকে মানুষের ১০টি মাথার খুলি ও খণ্ডিত কিছু হাড় পাওয়া গেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, গত দুই দিন বৃহস্পতিবার ও বুধবার ভবন নির্মাণ কাজের জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মানুষের মাথার খুলি ও হাড়গুলো দেখতে পায়।

পরে সেগুলো কলেজের ভেতরে এক জায়গায় সংরক্ষণ করে।

মানুষের মাথার খুলি ও দেহের বেশকিছু স্থানের হাড়গুলো অনেক পুরাতন হবে বলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে। তবে পুলিশ এখনও সেগুলো দেখনি, বলেন আলী মাহমুদ।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।