ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোল বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এক অভিযানে সোহেল রানা (২২) নামের ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।



র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদে জানা যায়, নাচোল বাসস্ট্যান্ড এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে হাতেনাতে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।