ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে রিকশাচালকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বরিশালে রিকশাচালকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরীতে হৃদয় (৩০) নামে এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার মধু মিয়ার পুল সংলগ্ন খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

 
 
হৃদয় নগরীর লুৎফর রহমান সড়কের তাসলু নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।  
 
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫         
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।