ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিল্পকলায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুক্রবার শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
শিল্পকলায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুক্রবার শুরু

ঢাকা: দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় আসছে ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির জনসংযোগ শাখার কর্মকর্তা এস এম সালাউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসছে ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব-২০১৬ আয়োজন করা হয়েছে। উৎসবে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় একাডেমির নন্দন মঞ্চে বাংলাদেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির শিশুদল ও বড়দের পরিবেশনায় সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত, আবৃত্তি ও জেলার ঐতিহ্যমণ্ডিত পরিবেশনা অনুষ্ঠিত হবে।

১ জানুয়ারি, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। বক্তব্য রাখবেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।