ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ভোটকেন্দ্রে ৫ ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রামগঞ্জে ভোটকেন্দ্রে ৫ ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণকালে একটি কেন্দ্রে ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে কলসমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি।

রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে বলে তিনি জানান।

এদিকে, সকাল ৯টার দিকে একই পৌরসভার আঙ্গারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।