ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় রিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গাজীপুরে ট্রাক চাপায় রিকশা চালক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জাঝর এলাকায় ঢাকা বাইপাস সড়কে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ট্রাক চাপায় এক রিকশা চালক (৪৩) নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার এক যাত্রী (২৮) আহত হয়েছেন।



প্রাথমিক হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

নিহত রিকশা চালকের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. বাহার আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাইপাসের জাঝর এলাকায় যাত্রী নিয়ে রিকশা রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি পণ্যবাহী ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক নিহত ও রিকশার এক যাত্রী আহত হন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।