ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরাইলে ট্রলারডুবিতে নিখোঁজ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সরাইলে ট্রলারডুবিতে নিখোঁজ ৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার পর মেঘনা নদীর পানিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে ট্রলারটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে যাত্রা করে। মেঘনা নদী সংলগ্ন পানিশ্বরের বাজারঘাট এলাকা থেকে আশুগঞ্জের উদ্দেশে যাচ্ছিল ট্রলারটি। কিছুদূর যেতেই পানিশ্বর এলাকা পার হওয়ার আগে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এতে অন্যদের উদ্ধার করা গেলেও ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍(ওসি-তদন্ত) মো. আবদুল হক। তিনি বলেন, পানিশ্বর সরাইলের বিচ্ছিন্ন একটি স্থান। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা হবে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।