ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: পৌর নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি আহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পৌর নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে শহরের চক্রস্কুল কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যাচ্ছিলেন কল্যাণ। পথে পোস্ট অফিস মোড়ে এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় কল্যাণের বুকে ও হাতে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।