ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রেসক্লাব

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা ছবি: রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে দায়িত্ব পালনকালে যারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বেলা এগারটায় ক্লাব মিলনায়তনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।

সভায় রিপোর্ট পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী।

সভায় ক্লাবের ৩১তলা বিশিষ্ট অত্যাধুনিক মিডিয়া সেন্টার নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএস/এএসআর

** জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।