ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরাইলে ট্রলারডুবি

১ যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
১ যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদীর পানিশ্বর এলাকায় ট্রলারডুবিতে নিখোঁজ মুসলিম মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে বুধবার (৩০ ডিসেম্বর) সকালের ওই ট্রলারডুবির ঘটনায় এখনো চার যাত্রী নিখোঁজ রয়েছেন।


 
উদ্ধার হওয়া যুবক পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামের অাবু তাহের মিয়ার ছেলে। তিনি অাশুগঞ্জ রেলওয়ে প্রকল্পের পাথর ভাঙা শ্রমিক ছিলেন।

সরাইলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশ ও অাশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া ট্রলার ও এক যুবকের মরদেহ উদ্ধার করেন।

এরআগে সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর পানিশ্বর এলাকায় প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে ওই ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি পানিশ্বরের বাজারঘাট এলাকা থেকে আশুগঞ্জে যাচ্ছিল।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।