ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘দেশবাসী চাইলে যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
‘দেশবাসী চাইলে যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রেডিসন ব্লু থেকে: ‘বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক হবে না’এমন মন্তব্য করে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দীক বলেছেন, ‘দেশবাসী যদি চায় যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। ’

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



‘লেট’স টক উইথ টিউলিপ সিদ্দীক: ‘রোড টু ওয়েস্টমিনিস্টার’ শিরোনামে সংলাপটির আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

টিউলিপ বলেন, ‘দেশবাসী যদি মনে করে, তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধে অপরাধ করা মানুষগুলোর বিচার হতে হবে। এখানে মানুষের চাওয়া অবশ্যই গুরুত্ব পাবে। ’

‘যে কোনো দেশে থেকেই বাংলাদেশিদের সহযোগিতা করতে পারি। আমি সেটি করছি, সেখানে বাংলাদেশিদের নিয়ে কাজ করছি। ’

নিজেদের পছন্দের বিষয়ে পড়তে ও পছন্দের পথে হাঁট‍ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পড়ালেখা ছাড়া কোনো কিছুই সম্ভব না।

বিভিন্ন দেশ ঘুরে কীভাবে এতো ভালো বাংলা বলেন?- এমন প্রশ্নের জবাবে বলেন, ‘মা অনেক কড়া। ভাই-বোন যখন ঝগড়া করতাম, মা বলতেন, বাংলায় ঝগড়া করো। এখন আমার স্বামী শিখছেন, আমি চাই সিলেটি শিখুন। মানুষ বাংলা শিখতে চায় তো, বাংলা শিখছে। ’

বাচ্চাকে বাংলা ও সিলেটি ভাষা শেখানোর ইচ্ছা আছে বলেও জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।