ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতীয় সমাজসেবা দিবসে ময়মনসিংহে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
জাতীয় সমাজসেবা দিবসে ময়মনসিংহে শোভাযাত্রা

ময়মনসিংহ: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।



নগরীর সিটি স্কুল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে জেলা সমাজ সেবা অধিদফতরের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী। পরে জেলা সমাজসেবা অধিদফতরের কার্যালয় চত্বরে অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাল্গুনী নন্দী, ডা. আশিকুর রহমান, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।