ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে সাংবাদিককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সিংগাইরে সাংবাদিককে কুপিয়ে জখম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় সাপ্তাহিক “সময়ের সাথে” পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে পৌরসভার গোলড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।



সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, দুপুরে নৌকা সমর্থিত মেয়র প্রার্থী আবু নঈম বাশারের কেন্দ্র পোড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী মীর শাজাহানের নেতাকর্মীদের ধাওয়া করে আবু নঈমের সমর্থকরা।

এ ঘটনার ছবি মোবাইল ফোনে তোলার পর কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা রাম দা দিয়ে তার পায়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সিংগাইর থানায় লিখিত একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান জয়নাল।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।