ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে জেলা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
লক্ষ্মীপুরে অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে জেলা পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরের (৬৩) পাশে এসে দাঁড়ালো লক্ষ্মীপুর জেলা পুলিশ। চিকিৎসার জন্য তাঁকে দেওয়া হল আর্থিক সহায়তা।



শনিবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা পুলিশের ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা গেছে। এর আগে দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে ২০ হাজার টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা বৃদ্ধ মুক্তিযোদ্ধা আবুল খায়ের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না এমন খবর পেয়ে এ উদ্যোগ নেয় লক্ষ্মীপুর জেলা পুলিশ।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম অসুস্থ মুক্তিযোদ্ধার হাতে টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাস ও মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।