ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ কারণে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আশুলিয়া, সাভার: সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ কারণে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।


 
মঙ্গলবার (২০) সকাল থেকেই ভান্দুরা গার্মেন্টস, ফাউন্টেন, স্ট্রার্লিং, হা-মীম, শারমিন, উইন্ডি গ্রুপসহ ১৫টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক রয়েছি।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।