ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবী থেকে জেএমবি’র দুই সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
পল্লবী থেকে জেএমবি’র দুই সদস্য আটক জেএমবি’র আটক দুই সদস্য

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব)।

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় ৠাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

আটক জেএমবি সদস্যরা হলেন- আতিকুর রহমান মিলন ও খাদেমুল ইসলাম খাদেম।  

তারা সদস্যদের মধ্যে জেএমবি’র অর্থ বিতরণে কাজ করতেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে যারা নিখোঁজ হতেন তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এসজেএ/আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।