ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
পিরোজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলায় ধর্ষণ মামলায় সিদ্দিক শেখ (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় ধর্ষণ মামলায় সিদ্দিক শেখ (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার টোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিদ্দিক শেখ সদর উপজেলার টোনা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
 
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাংলানিউজকে জানান, ২০১০ সালে টোনা গ্রামের এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে একই গ্রামের সিদ্দিক শেখের বিরুদ্ধে থানায় মামলা হয়। চলতি বছরের ১৭ এপ্রিল পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সিদ্দিক শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।    
মামলার পর থেকে সিদ্দিক শেখ পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।