ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজিত সূত্রধর (২৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজিত সূত্রধর (২৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত অজিত ওই গ্রামের অরবিন্দু সূত্রধরের ছেলে।

অজিতের ছোট ভাই শান্ত সূত্রধর বাংলানিউজকে জানান, সকালে অজিত তার কক্ষে বিদ্যুতের একটি নষ্ট সুইচ মেরামত করতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দেলোয়ার হোসেন বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।