ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলনগরে আয়ুব ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
কমলনগরে আয়ুব ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরের কমলনগরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তোয়াহার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজী আয়ুব ফাউন্ডেশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

কমলনগর উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি ইবতেদায়ি মাদ্রাসা ও ৩টি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ৬০৭ শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।  

আয়ুব ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বই, সনদ, ক্রেস্ট ও নগদ টাকা উপহার দেবে।

২০১৫ সাল থেকে আয়ুব ফাউন্ডেশন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ি চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার শুরু করে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।