ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
নাটোরে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে।

নাটোর: নাটোরে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।

একতা সাংস্কৃতিক সংস্থা এ কর্মশালার আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ও নাট্যকর্মী এটিএম জালাল উদ্দিন, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, নৃত্যশিল্পি সুশান্ত কুমার ঘোষ, দিলীপ কুমার দাস, মামুনুর রশীদ, ফটো সাংবাদিক গোলাম গাউস, লিমন হোসেন, সোহেল রানা প্রমুখ।

এ কর্মশালার ৪০ জন ক্ষুদে নাট্যকর্মী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এই কর্মশালা চলবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।