ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় আদিবাসী কৃষকদের মধ্যে ঋণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
কলমাকান্দায় আদিবাসী কৃষকদের মধ্যে ঋণ বিতরণ নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ও লেঙ্গুরা ইউনিয়নের ২৯ আদিবাসী কৃষকের মধ্যে সহজ শর্তে ছয় লাখ ৭০ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ও লেঙ্গুরা ইউনিয়নের ২৯ আদিবাসী কৃষকের মধ্যে সহজ শর্তে ছয় লাখ ৭০ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালুচরা খ্রিস্টান মিশন হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংকের নাজিরপুর শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করেন।

এতে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের নেত্রকোনা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আখতারুল আলম।

এ সভায় বক্তব্য রাখেন- কৃষি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের মহা-ব্যবস্থাপক মালেক নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির, শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদ শহীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।