ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে পোল্ট্রি ফার্ম কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
মিরসরাইয়ে পোল্ট্রি ফার্ম কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মিরসরাইয়ে মাসুক হোসেন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১...

মিরসরাই: মিরসরাইয়ে মাসুক হোসেন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার করেরহাট ইউনিয়নের লিচুতলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধারের পর থানায় নিয়ে যায়।

নিহত মাসুক করেরহাট ইউনিয়নের অলিনগর মহাজন গ্রামের সাহাব মিয়ার ছেলে। ওই এলাকার জামশেদ আলমের মুরগি ফার্মে চাকরি করতো সে এবং ওই কর্মস্থল থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও পরিবারের দাবি, খুনের পর ফাঁসিতে ঝুঁলিয়ে দেওয়া হয়েছে। নিহতের বড় ভাই মো. মিয়ার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, ময়নাতদন্তের বলা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।